ভালোবাসিনা বলা যায় যত সহজে
ভোলা কী যায় তারে
বিনি সূতার মাল্যখানি
কন্ঠে পরিয়ে ছিলে যারে ।
নাই বা হলো মনের মতো
রইলো দোষ কত শত
দোষে-গুনে মানুষ সেতো
বৈরাগী অন্তরে ।
সব পেয়েছির রাজ প্রাসাদে
নাই বা হলো বাস
আগুন রাঙা পলাশ তুমি
উদ্বেল উল্লাস
হোক আমার ঘরে ক্ষণস্থায়ী
বসন্ত-বিলাস ।