কেয়ারি করা বাহারি টবে
রঙিন ফোটা ফুল
তারি মাঝে তুলেছে মাথা
বিবর্ণ ঘাস ফুল।

বললে তুমি অবাঞ্ছিত আগাছা
কোথা থেকে জন্মায়
ফেললে তুলে শিকড় সমেত
অসীম ক্ষমতায়।

তোমার হাতের পরশ পেলে
হাসতো ওরা পাপড়ি মেলে
অনাদরে অবহেলায়
পরগাছা হয়ে যায়।