একলা হাতে বাঁধবো সে ঘর
ঘর সাজাবো একলা হাতে
দু-মুঠো ভাত ফুটিয়ে খাবো
ঝিম ধরানো নিশি রাতে।

গভীর রাতের আজনবী
একলা নাচবো ছাদের ঘরে
তারার মাঝে আঁকবো ছবি
জাপটে ধরে অন্ধকারে ।  

টানা চোখে জোড়া ভুরু
ভুলেই গেছি আকাশমনি
গাছের নিচে কল্পতরু
ঝিলিক চোখে আলোর-খনি ।

ভিজে কাক বৃষ্টি-ঝড়ে
উঠছে ঢেউ শরীর জুড়ে
সাঁতরে গলি হচ্ছি পার
রাস্তা ছেড়ে পারাবার ।

মনে রাখার নাইকো দাবি  
বিষাদ মাখা কাব্যখানি
একলা-জীবন জলছবি
সাজিয়ে রাখা আতরদানি।