আজ সকালে আমার দুহাত প্রথম ছুঁয়েছে ফুটপাত
ব্যর্থ আবেগে ঘুমিয়ে থাকা রক্ত-রাঙা ফুটপাত ।
মাড়িয়ে গেছে ওরা সবাই উড়িয়ে পথের ধুলো
একশ হাজার শিশির বিন্দু কারই বা মনে ছিলো।
আমি ছিলাম ওদের দলে সাথী ছিলো না মন
কেমন করে বোঝাই তোকে তুই যে পারুল বোন।
দলের সবাই ঝাণ্ডা কাঁধে দুখিনী মা আঁচল পাতে
ভিটে মাটি হলো চাঁটি থাকবে কার আঙিনাতে।
ওরা সবাই ন-পূংসক নগ্ন করে তোকে
তুই যে আমার দুখিনী মা পাথর তীব্র শোকে।
শাসন নামে এমন শোষণ করে ওরা এ নির্যাতন
দেখে চোখে আগুন জ্বলে বুকের তলে প্রলয় নাচন।
বলি আমি, “ওঠ মা তুই, মোরা আর, আর ভীরু নই,
জ্বালবো আগুন রাজ্যপাটে যদি মানুষ হই”।
দল থেকে আজ দিলাম ছুটি আমি দল ছুট
ওদের রক্তে রাঙিয়ে দু-হাত করবো হরির লুট।