ভাষাহীন শোক
আশাহীন চোখ
বুকের ভিতর ঘড়-ঘড় আওয়াজ,
রক্ত মাখা ছুরি
নিত্য অহংকারি
ভরা সংসারে হানে অকাল বাজ।
আপদ আশীর্বাদ
দুর্বৃত্ত জিন্দাবাদ
পালিত পুত্র সব অসীম বরাভয়,
পুলকিত চিত্ত মম
প্রজাবৃন্দ অজ-সম
ভোলে কাম্য মূল্যবোধ আত্ম-পরিচয়।
জয়ডঙ্কা সদা বাজে
শঙ্কিত প্রাণ সকাল-সাঁঝে
অলীক রাজ্যপাট ফুলে প্রকাণ্ড ফানুস
চারিদিকে যত কর্মনাশা
আস্ফালনে খেলছে পাশা
মান আর হুঁশ নেই কবন্ধ মানুষ।