ভূত মানিনা ভবিষ্যতও
বর্তমানের ইতিকথা
গুটিয়ে রাখা নকশী-কাঁথা
খুললে’পরে লুটিয়ে পরে
ভূঁয়ের মাঝে হরেক ব্যাথা।
আজকে আজব দামাল হাওয়া
ছুটছে কেবল বার দিগন্তে
ক্ষণিক সুখের অলীক টানে
রং করা সব রঙিন ফানুস
ঘূর্ণি স্রোতে, কোন উজানে।
ভূতের রাজার বর পেয়েছি
ভবিষ্যতের ভয় কী আর
উড়ান মেলে উড়ে যাবার
ইচ্ছে ডানা দুর্নিবার।
ভবিষ্যত ও ভূত মানিনা,
বর্তমানেই বেঁচে থাকি
যে ক-টা দিন সময় পাবো
সবটুকু সুখ চেটেই খাবো
ভাড়ার ঘরের বন্ধ চাবি
হিসেব-নিকেশ থাক না বাকি।