আমাদের সকাল আবীরে রাঙানো লাল
ফেলে দেওয়া বাদামের খোসার বিস্বাদ জড়ানো
দু একটা অচল আধুলি ছুঁড়ে প্রাত্যহিক দিন শুরু।
কোথা থেকে কী জানি কখন মহামারি
শূকরে-কুকুরে-ছাগলে হাসপাতালের নোংরা
আবর্জনায় অনৈতিক হাতুড়ে ডাক্তারী।
কে যেন বলেছিল, পরিবর্তন --
শহুরে দেওয়াল ভরে উঠেছে উদ্দেশ্যে-বিধেয় আলাপনে
টং-এ চড়ে যত ভবঘুরে, দেখছে শিবের গাজন
ঢাক-ঢোল পিটিয়ে চৌ-রাস্তার মোড়ে
তুমি একা ফ্রাংকেষ্টাইন
হাসছো গ্লোসাইনে।
সময় কুক্ষিগত নয় কারো
যতই বন্দি করে রাখো সুকৌশলে
দেবকী গর্ভে ঠিকই বাড়ছে কৃষ্ণ
কংস কারাগারে---