যাঁরা ছবি আঁকেন কবিতায়, সশ্রদ্ধ প্রণাম তাঁদের
কবিতায় যারা ভালোবাসার মূর্তি গড়েন
অশেষ ধন্যবাদ তাঁদেরও।
কবিতা তোমাদের পরিশীলিত ভাষার প্রতীকী প্রতিবাদ, পেলব মোমের আলোয় তাপিত হৃদয়
সেঁকে নেয়।
আমরা “ক” বললে ক্যাওড়া
আর “হ” বললে হাওড়া বুঝি,
কবিতা আমাদের জন্য না।
আমরা তো কেবল বেঁচে থাকি বাঁচার আনন্দে
দিন যাপন অতি সাধারণ নিন্দে ও মন্দে।
চেয়ে চেয়ে তাকিয়ে থাকি
ছল চাতুরী, বুজরুকি, কথার ফাঁকি
যাঁতা কালে ইঁদুর যেমন ফিকির খোঁজে
পালিয়ে যাবার, গভীর রাতে সঙ্গোপনে হাত পাতি
আয় জোনাকি, রাত যে কাবার
হৃদয় মাঝে তোকে নিয়ে পদ্য লিখি।
যথেচ্ছ অনুগমন প্রাত্যহিক কর্মে-মননে-বোধে,
আচারে-ব্যবহারে, বেশ-ভুষায়।
দুহাত পেতে বসে আছি কে আছো নিদেন পক্ষে
একটা বংশ দন্ড দাও, প্লাকাড হাতে মিছিলে
হাঁটতে তো মানা নেই মাতৃভাষা রক্ষার জন্য!