গর্ভ তোমার আবাদী জমি
চাষ করেছ মানব শিশু নিয়ে দাদন
সময়ের শেষে দখল নিয়েছে মহাজন
তুমিও খুশি পেয়ে পর্যাপ্ত কাঞ্চন
মমতাময়ী জননী নও মোটেই
এ যুগের শরীরী পসারী
তুমি মাতৃ-কল্প নারী।
পান করাবে না জেনেও
দুগ্ধ-ভারে ভরেছ স্তনাধার
নাড়িছেঁড়া ধন দিয়েছ অবহেলায় অপরে
অকারণ বিলাপ নয় বিষন্ন অন্তরে
তুমি গর্ভধারিণী সন্তান ব্যাপারী
এ যুগের মাতৃ-কল্প নারী।
চুক্তিবদ্ধ, লালন-পালনে তাই অক্ষম
সারাজীবন তোমাকেই খুঁজি, জঠরের জলে
নিরলম্বন জন্মের আগে সর্বব্যাপী অন্ধকারে
প্রতিটা ক্ষণ-অনুক্ষণ তোমার আলিঙ্গন
গাঢ় তমসায় আলোর দিশারী
তুমি এ যুগের মাতৃ-কল্প নারী।
স্বেচ্ছায় নিজেকে করেছ নিঃশেষ
ফোটাতে হাসি কত রিক্ত দম্পতির
কচি দুটি হাত এক মাথা কুঞ্চিত কেশ
স্বপনে ফেরে যন্ত্রনার রেশ নিয়তির
আবছা সে মুখ নিশি জাগরী
ধাত্রী তুমি মাতৃ-কল্প নারী।
### মাতৃ-কল্প নারী(surrogated mother)