কাঁঠালের কী আমসত্ত হয়
সোনার পাথর বাটি,
এক গামলা গরুর দুধে
এক-ফোঁটা চোনা মাটি।

মাটি এখন নয়তো খাঁটি
খাঁটি নয়তো চোখের জল,
চোখের জলও কিনতে পারো
করলে একটু ছল।

ছল করে সব যায়তো কেনা
যায় না কেনা মন,
মন দিলেই মন পাওয়া যায়
জানে সর্ব জন।

সর্বজনে করে যে কাজ  
লাজ নাই কো তাতে,
দুকান কাটা হবে যারা
অকারণ বিবাদে মাতে।  

মাতবে যখন দ্বিধা কেন
দাও বিলিয়ে সবার মাঝে,
খুশির রং লাগুক প্রাণে
আপাত তুচ্ছ সকল কাজে।

তুচ্ছ কাজেই ভুবন জোড়া
অভাব কর্ম বীর,
দীনের পায়ে ফুলের তোড়া
অপমানে চৌচির!

চৌচির আজ বন্ধন সকল
সবে অলীক সুখে মত্ত,
সোনার থালায় সোনার চামচ
খাবে কাঁঠালের আমসত্ত।  

কাঁঠালের আমসত্ত হয় না জেনো
হয় না সোনার পাথর বাটি,  
মাতৃদুগ্ধ  সর্বশ্রেষ্ঠ
সর্বত্তম নিজ দেশের মাটি।