আঁখির আড়াল জেনো কভু মনের আড়াল নয়
হৃদয় মাঝে তোমার সাথে সদাই পরিচয়।
পাশাপাশি নাইবা বসি দূরে দুরেই থাকো
দুর থেকে প্রেমের পরশ শরীর জুড়ে মাখো।
কণ্ঠ তোমার মিষ্টি ভারী কাব্য ছন্দে দোলা
শ্রবণ উন্মুখ দূরের বন্ধু মনের কপাট খোলা।
আলাপনে শর্ত ছিল আদ্যপান্ত অদর্শনই কাম্য
মনের মাধুরী গড়বে মূর্তি কন্ঠের ভারসাম্য।
অকস্মাত আচম্বিতে পেলাম তোমার ম্যাসেজ
নিমন্ত্রিত আমিও নাকি আগামীকালই ম্যারেজ।
দূরে গিয়ে ভুলতে চাই অবুঝ অভিমান
একটি কলে ঘুচিয়ে দিলে হাজার ব্যবধান।
শুভ-বিবাহ তোমার দিদির তাই নিমন্ত্রণ
প্রকাশিত কাব্য প্রেমের ভূমিকা সংশোধন।