শীতের তীব্র উত্তরের হাওয়ায় ঝরে গেছে
সকল পত্ররাজি, শেষ পাতাটি তুমি যেও না চলে।
তোমার সাথে অটুট ছিলো চির-বন্ধন,
সেই চিহ্নটুকু অন্তত ধরে রাখতে দাও বল্কলে।
কতদিন খেলেছ শাখার সাথে, পুষ্পের সাথে
গ্রীষ্মের খরতাপে, চামর বুলিয়েছ সারা গায়
দুলেছ একসাথে, নেচেছ রিনিঝিনি ভরা বর্ষায়।
মুখ তুলে দেখেছ শরতে-হেমন্তে শিশির কুচি
জমে আছে শিউলি বোঁটায়। আজ তুমি যেও না
যেও না আমাকে ফেলে এমন নি:সহায়।
ক্ষণিক সবুর করো, বসন্ত হবে জাগ্রত
বইবে মন্দ-বায়। যেও না হয় তখন
পত্র-শাখার এই অটুট চির-বন্ধন
ফাল্গুনে মধুপ-গুঞ্জনে রবে চির-অক্ষত।