কেন ভাঙছো না অর্গল?
কেন অহরহ গিলছো আত্ম-প্রবঞ্চনার বিষ?

তুমি তো জানো রুখে দাঁড়ালেই ওরা কেঁচো
     কৃমিকীট হয়ে যাবে।

মর্কটের মতো দাঁত খিঁচিয়ে তেড়ে আসছে
      একবার মুখ তুলে হুংকার দাও!

প্রতিদিন ক্ষর-নিক্ষেপে যে পরিমাণ রক্ত ঝরছে
তার চেয়ে বেশি আর কী ক্ষতি হবে?

হে পার্থ! জানোই তো,
হাজার বার মারার চেয়ে একবার মরা
  অনেক বেশি ভালো।

আলোহীন কন্দরে কেন মুখ লুকাও
কেন নীরব অশ্রুপাত মৌন ব্যথায়?

ভাঙো অর্গল,
দেখবে সদর দরজায় পত্পত উড়ছে
তোমার বিজয় কেতন।