একটা স্বপ্ন, একটা সৃষ্টি
অনেক রোদ একটু বৃষ্টি
কষ্ট করে বাঁচি চিলতে ঘর
একসাথে অনেক আপন পর আর
মশামাছি।

ঝাপসা হলুদ আলো
হওয়া বড় এলোমেলো
থৈ থৈ জল , লোনা ধরা সিঁড়ি
অশথ্থ-বটের ঝুরি করে জড়াজড়ি ঘুমায়
বুকের কাছাকাছি।  

লেডিস সাইকেল ভুলে গিয়ে পথ
অন্ধকারে একা করে যে শপথ
হলুদ গাদা ফুল একা শীতের সকাল
পার্কের বেঞ্চ একটাই শাল উষ্ণতা ভাগাভাগি
বুকের শ্বাস একই লয় একই তাল, শত প্রতিজ্ঞা
ভাঙে মিছামিছি ।

এভাবেই আজীবন রোদ-বৃষ্টি, স্বপ্ন-সৃষ্টি
সংসার-সংগ্রাম, জল-রক্ত-ঘাম
সামাজিক সেমিকোলন, সত্যি-মিথ্যের ইতি  
অন্ধকার ক্ষণিক আলোর জ্যোতি বেমানান
পাশাপাশি বাঁচি একসাথে অনেক আপন পর
আর মশামাছি।