অন্ধকারে বাড়ি ফিরি পিঠে পড়ে কার হাত
চমকে চমকে উঠি আর ছুটি উর্দ্ধশ্বাসে-

রাতে ঘুম ঘুম চোখ জেগে জেগে উঠি
ঘুম আসে না আর, খড়কুটো দাঁতে কাটি।

কাজ করি করে যেতে হয়, ভালো কী লাগে?
অর্থহীন প্রশ্ন, ডুবছে চর সবাই ডাঙা খোঁজে ।

ক-জন পারে নিজের মতো চলতে, নিজের কথা বলতে
আষ্টে-পৃষ্ঠে বাঁধা জীবন স্বপ্নগুলি শিব রাতির সলতে ।

চোরাস্রোত সময়ের যায় বয়ে চেতনার গভীরে জমে পলি
যন্ত্রনা দমচাপা বৃষ্টি, ধুয়ে দেয় সম্পর্কের ঝুরোবালি।

প্রভাত সূর্য দেখবো বলে বার হই কুয়াশা ভেজা ভোরে
একই দৃশ্যের পুনরাবৃত্তি, সমাপতন একদল ভবঘুরে ঘিরে ধরে।

উর্দ্ধশ্বাসে ছুটি আর চমকে চমকে উঠি , পিঠে কার হাত  
বাড়ি ফিরি, চেনা গন্ডি, বিবর্ণ রোজনামচা একই উত্পাত।

ছুট ছুট কেবল ছুট, মন্দ ভালো ভাবার নেই সময়
অর্থহীন খোলাম কুচি ভাঁড়ারে জমে, “বল বীর  উন্নত শির”
যন্ত্রনায় মাথা নোয়ায়।