আমরা খেটে খাই
নেতাদের মুখে গরম গরম বুলি ঠিক যেন পান্তা ভাতে ঘি,
শুনে আমাদের হবে কী?
ওরে বলাই, ওরে কানাই বসে থাকিস নে বাপ
চল পা বাড়াই-
ইট-ভাঁটা, চটকলে, হাপর-টানা কামারশালে
চল হাতুড়ি পেটাই।
নীল-লাল ঝাণ্ডা কাঁধে মিটবেনা খিদে আজ
নিরন্ন পেটে জ্বলছে আগুন,
ছাড় ছাড় সমর সাজ।
“শ্রেণী শত্রু নিপাত যাক”-
ঘুম ভাঙা চোখ আবির লাল, যা দিনকাল
দেখবি তোদেরই অনুজ আগ্নেয়াস্ত্রে
তোদেরই মস্তক করেছে তাক।
সুকৌশলী ওরা, বিনি পয়সায় খাইয়ে ভোজ
বিলিয়েছে রঙিন চশমা,
সাদা কে কালো আর কালো কে সাদা ভেবে
তাই এমনতর ভুলিস না।
আমরা খেটে খাই
অন্ন-বস্ত্র-বাসস্থান, মৌলিক অধিকার
অর্জন করে নিতে চাই।
আমাদের খড়োচালে কাকের পা গলে
চাঁচের ফাঁকে জ্যোত্স্না র লুকোচুরি
ওদের দেওয়া ফুলঝুরি ক্ষণিক রোশনাই
আমরা দিন আনি দিন খাই
চাইনা ধরতে বেহেস্তের হুরী।
নিশীথ আঁধারে মুখোশে ঢেকে মুখ
লাঞ্ছিত করেছিস যারে, দেখ চেয়ে রে কাফের
সে তোদেরি আম্মি-বহিন জহুরা, আমিনা রে-
-“লড়াই চাই, লড়াই চাই”,
কাদের তরে এ লড়াই, জানিস না
রাজা যাবে রাজা আসবে
মোদের দিন বদলাবে না--