এসো সুখী এসো--এসো তোমায় দেখি ।
    তোমারও চোখ আমার মতোই অশ্রুভরা--এ কি !

আমি ভাবি, দুঃখ আছে আমারি একার--
    নাই বুঝি নাই কেহ' আমারে দেখার ;
       আমার জীবন-তরী গেছে রে ভাই
                            শুকনো ডাঙায় অনড় ঠেকি ।

                       কোন সে সুখের প্রলোভনে
যেটুকু সুখ আছে মনে, হারাই তারে ক্ষণে ক্ষণে !
                        তাকিয়ে দেখি সুখীর পানে--
মিছেই ভাবি, সুখ যত সব সেইখানে; সেইখানে ।

দুঃখ নিয়ে ভাববো না গো আজ থেকে আর;
       দুঃখ দেখি সবারি চেয়ে কমই আমার ।
           যে সুখ, সুখীর মুখে দেখি রে ভাই--
                       জানিত কে, তা যে এমন মেকি !