ও আকাশ, তোমার দৃপ্ত আলো
ভরো আমার প্রাণে ;
তোমার সকল উদারতার আনন্দগানে ।
আমার বন্ধ দুয়ার খুলে ধরে
তোমার অসীমতা দাও ভরে ।
আমার ক্ষুদ্র প্রাণে জানি আঁটিবে না গো--
বাঁটিব তায় মুক্তদানে ।
তোমার অন্তবিহীন প্রসন্নতার ঐ কণাদানে
চিত্ত মম পূর্ণ কর, ব্যাপ্ত আহ্বানে ।
ডঙ্কা তোমার নাই বাজিয়ে
নীরব আলোয় দাও সাজিয়ে ।
সঞ্চিত মোর ক্ষুদ্রতা সব টুটিয়া গিয়া
ফুটিয়া যাক সৌরভস্নানে ।