মহারণ রাম-রাবণের--
পরাজিত লঙ্কা ।
উত্তোলিত ধ্বজা ধরমের;
বাজে জয়ডঙ্কা ।
রাম সীতা ফিরিলেন ঘরে,
নগরীতে সুখ ।
জনগণ উৎসব করে--
গরবিত বুক ।
দীপালোকে সেজে ওঠে পুর,
খুশি জনে জনে ।
নহবতে সানাই-র সুর
রাজ্যে ক্ষণে ক্ষণে ।
যথাদিনে রাজসভা বসে--
নৃপ সিংহাসনে ;
দলে দলে জনগণ পশে
নৃপ দরশণে ।
হনুমান জাম্বুবান--যত
মহা বীরগণ
রাম-সীতা ভজনায় রত ;
মহা আয়োজন ।
শঙ্খে বাদ্যে পুরনারীগণ,
বিপ্র শত শত
অভিষেক করি’ সমাপন
উল্লসিত কত !
চর্ব্যচোষ্যলেহ্যপেয় সাথে
ভোজ রকমারী ;
স্বর্ণমুদ্রা দক্ষিণাটি তাতে--
খুশি সব ভারী ।
শোনা যায় জনতার ধ্বনি,
কানাকানি বটে।
যেন শান্তি ছারখারে শনি
উদিলেন বটে ।
দীর্ঘকাল অশোকের বনে
রহিলেন সীতা ;
মনে মনে রাবণের সনে
হয় নি কি মিতা ?
দশানন বাহুবলী অতি--
স্বর্ণলঙ্কা ঘিরে ;
করেনি কি ধর্মে কিছু ক্ষতি
পেয়ে জানকীরে ?
সীতা আর সতী মোটে নহে--
কলুষিত আজি ।
"শুদ্ধি চাই," সকলেই কহে,
"রাজা হোন রাজি ।"
এই দাবী শুনে বিচলিত
প্রজা-প্রেমী রাজা
তড়িঘড়ি দ্যান্ শুদ্ধচিত
জানকীরে সাজা ।
অগ্নিস্নানে শুচি হতে হবে
শাস্ত্র বিধি মতে ;
ন্যায় দণ্ডে খুশি প্রজা সবে--
রাজা খুশি ব্রতে !
নারী কাঁদে বিচারের ছলে--
এ কি ভাগ্যরেখা !
এরে বুঝি রামরাজ্য বলে--
ইতিহাসে লেখা !