কাঠবিড়ালি কাঠবিড়ালি
তুই কিন্তু ডাকিস্ ভীষণ বিশ্রী ।
মুখে তোর দেয়নি বুঝি
জন্মকালে এক টুকরো মিসরি ?
ডালে ডালে লাফিয়ে খালি
ডাকিস্--খিট্ খিট্ খিট্ খিটিস্ ;
কোন ড্রাম যে জিভে বেঁধে--
তা কেবল সারাদিনই পিটিস্ ?
খুব তো করিস্ কপালভাতি,
তবু গানেতে কেন মন নাই ?
ধৈর্যটি তোর কমই ভীষণ--
সদাই করিস্ পালাই পালাই ।
ওরে যা না রে তুই একবার
খুঁজে খুঁজে কাকাতুয়ার বাড়ি ।
সাধলে গলা তিন চার মাস--
ধ্রুপদী স্বর শিখবি তাড়াতাড়ি ।
যেতেও পারিস্ কঞ্চিবনে--
যেথায় টিয়া-শালিখের বাসা ।
তাদেরও গলা মন্দ নয়—
পুষলে জানিস্,গায় কিন্তু খাসা ।
কোকিল-বাড়ি ধরলুম না--
জানি নে তার ঠিকানাটি ভাই ;
ডিমগুলো তার ফোটাতেই
ভরসা রাখে পাতিকাকের ঠাঁই !
শুনেই কেন নাড়িস্ মাথা--
কেনই বা চুলকে চলিস্ গা ?
ল্যাজ বুলিয়ে মুছিস্ কি ঘাম
তোর ঐ গোঁফ থেকে চার পা ?
যদি তুই গাইতে পারিস্ খুলে--
চড়তে দেবো বৈঁচিকুলের গাছে ।
যদি জাম পেয়ারা চাস্ খেতে--
সেও দেবো, বাগানে খুব আছে ।
অ্যাই দ্যাখো--চললি কোথায়
অমন ব্যস্তরকম ল্যাজ তুলে ?
বলি, কানে নিলি তো কথাটা--
মনে রাখিস্, যাস্ নে কিন্তু ভুলে ।