কেটেছে এক দুঃখের নিশি
                 উঠেছে রবি পূরব আকাশে ;
মধুর আলোকে দশদিশি
                 ভেসেছে চিরচেনা বাতাসে ।
কত যে তীব্র ক্রুদ্ধ গর্জনে
                কোন নাগিনীর জিহ্বা হতে
সৃষ্টিরে ডরালো ক্ষিপ্ত তর্জনে--
               রোদনধ্বনি উঠেছে জগতে ।
গৃহী আজ হয়েছে গৃহছাড়া,
               মাটিতে লুটায়  বৃক্ষ লতা ;
কত যে জীবন হল কাড়া—
                কেবলি একটি রাতের কথা !
হাহাকার শুধু হাহাকার,
                নাই নাই শুধু নাই নাই ;
অন্ত নাই কারো দুর্দশার—
                তবু জীবনীর গান গাই ।

দুর্দিন তো আসবে যাবে
                  তার আপন আপন বেগে;
প্রাণ তার জীবনী দেখাবে
                   তাকে উঠতে হবে জেগে ।
বনেতে কান পেতে শোন—
                   আবার ডাকে বিহঙ্গ ওই ;
ক্ষতি কি তার হয়নি কোন
                   গান তবু থামালো সে কই ?
একটি যে ডাল বেঁচে আছে—
                  তাতেও ফুল ফুটেছে ফিরে ;
নবীন পাতা খুশিতে নাচে
                   বৃক্ষের দুঃখসাগর তীরে ।
ওঠ্ ওঠ্ রে জেগে প্রাণ,
                  ফিরে ধ্বজাটি তোর ওড়া ;
নিজেই তুই নিজের ত্রাণ—
                 তুই জীবনীশক্তিতে মোড়া ।

24/05/2020