কেন তোমাদের সভাতে--
গাহিতে হবে গান ?
কেন তোমাদের শোভাতে--
এ উৎকোচ প্রদান ?
চাই আপনার অধিকার,
করুণা ভিক্ষাটি নহে ।
আমি চক্রান্তের শিকার--
সেকথা যাইবো কহে ।
আজি মোর লাঞ্ছনা যত--
কে বলে তারে কর্মফল ?
রুধিরবিহীন প্রাণের ক্ষত
জিহ্বাতে ঢালে হলাহল ।
বলো হে মহামাণ্যগণ--
সুবিচার দিবে কি মোরে ?
তোমাদেরি ঐ একজন
সর্বনাশ আনিল দোরে ।
দাগিয়া দিবে ঠিক জানি
অভূতপূর্ব আক্রোশে
দ্রোহিনীর তকমাখানি
নির্দ্বিধায় এ নির্দোষে ।
জানি তুমি বলশালী--
চাহো বলের প্রকাশ ;
নির্বলের অর্ঘ্যডালি
তোমার প্রাণের উল্লাস ।
কাড়িতে উদ্যত মোর
নব এয়োতীর সাজ ;
সহসা অঞ্জন ঘোর
ছাইল নীলাম্বর মাঝ ।
বলো যুগে যুগে কেন
শুধুই নারীকণ্ঠ কাঁদে ;
নারীপ্রাণ ভরে হেন
ধিক্কার ও আর্তনাদে ?
শর্ত মানিবনা মোটে--
এ অবমাননা নারীর ;
সম্মান না যদি জোটে--
লজ্জা অবমাননাকারীর ।
তোলপাড় হবে আজি
ভীষণ তাণ্ডবনৃত্যে ।
ত্যজিয়া ধ্রূপদীরাজি
নাচিব অকম্পচিত্তে ।
টলাবো আসনখানি--
সেই শোষণযন্ত্রের ।
শোষিতের গর্জনবাণী
ফুকারে মুক্তিমন্ত্রের ।
প্রতিজ্ঞা পুরিবে বক্ষের--
ফিরিবনা শূণ্য হাতে ;
রোদন সরায়ে চক্ষের
পরিব সিন্দুর মাথে ।
ইতিহাস রচিয়া যাবো
মহাকালের পুস্তকে ;
সম্মান ফিরিয়া পাবো--
ফিরিবো উন্নত মস্তকে ।
হে মনসামঙ্গলের কবি--
সংশোধন করিও কিছু ;
আঁকো মোর নতুন ছবি--
মাথাটি যে করেনি নীচু ।