আকাশ যে উ-ই আইন্ধার হল্য,
পরানডা খু-উ-ব উইঠল্য লেচ্যে ।
ঝম ঝম কইরে লাববে ধারা--
থাকত্যে ঘরে বয়েই গেছ্যে ।
লদীগুলান আমার পারা
ফুইল্যা মরে যৈবনবতী ।
কদমগাছের টঙের ডালে
গোল কুসুমের জোছ্না-জ্যোতি ।
লোতুন মরদ বাঁশিটি ফুঁইক্যে
ডেইক্যে মরে লদীর ঘাটে ।
ভিজ্যে ভিজ্যে একশা হবেক
শাড়ী শরীল জলের ছাটে ।
ছুইটবে লৌকা লদীর প্যাটে,
আড়াল হবেক গেরামগুলা--
জাইপ্টে ধইরে কইবে মরদ,
"কি সোঁদর তর কানের ঝুলা !"
ছাতির ভিতর ঢেঁকির পাড়,
নাকের পাটা-র উঠা বসা;
চড়কা পড়া ঝিলিক ত্যজ,
খ্যাপা হাওয়ায় বসন খসা ।
থামব্যে য্যখন ম্যাঘের ঝরা--
ত্যখন পিথিবীতে চৌকস নিশা ।
ফিরব ঘরে ভীষসণ সুখে--
গায়ে পিরিতীর গন্ধ মিশা ।