এ কোন ধ্বনি যে বাজায় আমার পুরানো এই বাঁশি !
কোন স্মৃতিতে হানা দিয়ে এ সুর আমায় বানায় উদাসী ।।
সাঁঝকুয়াশার আঁচল ঢাকা জ্যোৎস্নারাতের মত
মনের পাতায় কোন ক্ষণের ইতিকথা
ভাসিয়ে তোলে অবিরত
আবছায়া এক মধুর হাসি ।।
যার অধরে ফুটেছিল ঐ সুরের প্রথম কলি--
আমার মুগ্ধপ্রাণের আড়ালেতে
কখন যে তার আসন পেতে
সংগোপনে গিয়াছে চলি’ ।
যে বাঁশি মোর অবহেলায় ছিল পড়ে ধূলিধূসরিত--
সেই তো আজি বর্তমানের জটিল আবর্তে
জুড়লো সুখের অতীত
একটি মুখের সুখের রাশি ।।