সবাই আমায় দিলেও ফাঁকি
আমার ছায়া নয়
সারাখনই আমার ছায়া
আমার সাথে রয়!
অন্ধকারেও সঙ্গি আমার
ঘাপটি দিয়ে থাকে
আমার মনের কথা শোনে
নি:শ্বাসেরই ফাঁকে!
আমার ভালোবাসার স্রোতে
সেও সমান ভাসে
আমার দু:খ বেদনাতে
সেও কাঁদে হাসে!
ছায়াই আপন আমার কায়ার
ঠকায়না সে কভু
সেইতো আমার বন্ধু সাথী
আজীবনের প্রভু!
প্রিয়া প্রিয় প্রেম আর প্রীতি
প্রতারণা করে
ছায়া আমায় মায়ায় বাঁধে
তার স্নেহেরই ঘরে!
ছায়া আদি ছায়া সত্য
অন্ধকারেও তাই
আলোর বুকেই জন্ম ছায়ার
আলো উৎসটাই।
লন্ডন ৭/৬/১৫