বিজয়ের মাস ডিসেম্বর ফিরে এলো
লাখো শহিদ রক্তস্নাত দিনগুলো
মা বোনদের লাঞ্ছনা আর দীর্ঘশ্বাস
কৃষ্ণচূড়ার রঙে আগুন লেগে গেলো!
শীতল হাওয়ায় লাগলো দোলা উষ্ণ বুকে
দারুণ ক্ষরার রুগ্ন সময় পার করে
হয়নি আজো সফল জয়ের সব ধারা
বিজয় দেখি বৈরী হাওয়ার নৃত্য সুখে!
হায়েনাদের চোখে আগুন দেখতে পাই
শিকার তাদের ফাঁদের ব্যুহে ফসকে যায়
সেই লজ্জা দুঃখ তাদের জ্বালা দেয়
সেই জ্বালাতেই তাদের চোখে আগুন তাই!
কতো দেবে ফাঁসী তুমি কতো আর
ততোই তারা মারবে কুড়োল পায়ের রগে
মারবে কিরিস ঘাড়ে মাথায় যখন তখন
ডিসেম্বরতো আসবে যাবে বারংবার!
ন্মৃতিসৌধে থাকবে স্মৃতি কেবল জড়ো
যুদ্ধ দেখা চোখ আমাদের থাকবেনা
স্বাক্ষী কেবল পদ্মা মেঘনা সুরমা বয়
প্রজন্মকে নাড়া দেবার সাহস গড়ো।
শকুনরা সব উর্ধাকাশে এখন নাই
এখন ওরা জনপদ আর গ্রাম গঞ্জে
রুখতে এদের সাহস এবং শক্তি চাই
খুব জরুরী আম জনতার ঐক্যটাই।
(লন্ডন ১৪ ডিসেম্বর ২০১৪)