বন্ধু বলে যারা তোমায়
বলে কেবল মুখে
সবাই আপন স্বার্থ নিয়ে
আছে মহা সুখে!
দেশের কথা মানবতা
সমজতন্ত্র আর
কেউ আসলে ভাবেনা আজ
দুঃখ দারিদ্রতার!
এখন যারা নেতা তারা
পকেট ভরার তালে
গোলা তাদের ভরে ঠিকই
যায়না তারা হালে!
কলকারখানা রেল খাল
তেল গ্যসের খনি
সবই তারা বেচে দিয়ে
হচ্ছে আরো ধনি!
দেয়না তারা ন্যায্য বেতন
যারা খেটে খায়
এদের শ্রমের টাকায় তাদের
পূঁজি বেড়ে যায়!
তোমার স্বপ্ন তোমার সাথে
নিয়ে গেছো তুমি
থাকতে যদি সফলতায়
ভরতো বঙ্গ-ভূমী।
বঙ্গবন্ধু শেখ মজিবর
আরেকটা ডাক দাও
যেথায় আছো যেমন আছো
লাল সালামটা নাও।
(হ্যান্ডস ওয়ার্থ, বার্মিঙ্গহাম ১০ আগষ্ট ২০১৪)