বহুকাল পরে তোমাকে দেখে
সত্যি মনটা গিয়েছিল ভরে,
কিন্তু শেষ পর্যন্ত তুমি চলে গেলে।
তুমি চলে যাচ্ছো আমি দাড়িয়েই থাকলাম
তোমার প্রস্থান আমি দেখলাম,
তুমি খুব স্বাভাবিকভাবেই চলে গেলে,
আমি খুশি তবুওতো দেখা হলো।
এতোদিন পরে তোমাকে দেখতে পেয়ে
স্মৃতির পাতায় ফিরে গেলাম ।
রুহিতখালি নদী পারে সবুজ শ্যামল ঘনবনে
রাধাচুড়া গাছের নিচে গল্পো হতো সারাদিনে,
সত্যি বলো, সেসব স্মৃতি পরে কি মনে ?
সত্যি বল, আমার কথা তোমার মনে পরে ?
সেইসব দিনের কথা মনে করে করে,
আমার রাত কেটে যায় একা ঘরে ।
তুমি চলে গেলে আমি ছিলাম দাড়িয়ে,
নানান প্রশ্নে মন ডুবে যায় নানান বিষয়ে -
কবে যেন শেষবার তোমাকে দেখেছিলাম!
কবে আবার তোমার সাথে দেখা হবে !
অথবা আর কি কোনোদিন দেখা হবে !
অথবা আর কি দেখা হবে না এজীবনে ?
এসেছিলে বলেইতো দেখতে পেলাম,
এসেছিলে বলেইতো দেখাটা হয়ে গেলো,
যদি না আসতে তবে ! তবে !