মাঝে মাঝে নিশিরাতে
কি এক মোহের টানে
চলে যাই প্রকৃতির কাছে,
মাঘ মাসে হিজল তলায়
কখনো মাঘী শর্ষেক্ষেতে,
চৈত্রেতে ছোট ধানগাছের ক্ষেতে
কখনো কখনো যাই সেই
কালিখোলা মন্দিরের পাশের বনে।
নিশিরাতে চামচোখে অল্পই দেখি
মানষ-মনে দেখি অনেক বেশি,
ইন্দ্রিয় দিয়ে অনুভব করি প্রকৃতিকে
চলে যাই অন্য এক অতিন্দ্রিয় রাজ্যে
কাল্পনিক অপরূপ পরীদের দেশে।
অন্ধকারে গাছ লতাপাতা দেখি
নানারূপ সুন্দর ফুল ফল পাখি
পাখির গান শুনি
নদীর কলকল ধ্বনি,
আকাশে দেখি তারকার মিটিমিটি আলো
আরো কতকিছু দেখি চেয়ে চেয়ে
সব দেখি মানষ-চক্ষু দিয়ে।
অন্ধকার রাতে সব কিছুর ছোঁয়া পাই
কোনো কোনো সময় মনে হয়
প্রকৃতি একটি নারী
কোনো কোনো সময় মনে হয়
প্রকৃতি আমার বাড়ি।
০২-১২-২০২০
.