. যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন
গিলবার্ট নির্মল বাইন
আমাদের সবই হতো, সবই পেতাম
যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন,
দেশে সভ্যতা ও সমৃদ্ধি গড়তেন
যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন।
শ্রমিক ব্যস্ত কলে-কারখানায়
যুবক যুবতীরা ব্যস্ত কর্মশালায়
পড়াশোনায় ব্যস্ত তরুনী ও তরুণ
যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন।
রাখালী বাঁশির সুর বাবলার তলে
কৃষাণ কৃষাণী সবুজের মাঠে,
পাটক্ষেতে পাট, ধানক্ষেতে ধান
যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন।
বাউলেরা গাইতো বাউল
ভাওয়াইয়া গাইতো গাড়িয়াল,
মাঝির মুখে হতো ভাটিয়ালী গান
যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন।
ধর্ম হতো নিরপেক্ষ ও স্বাধীন
দেশে হতো ধারাবাহিক উন্নয়ন,
অবসান হতো সন্ত্রাস করাপসন
যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন।
নদীতে অঢেল মাছ থাকতো
বেতবনে ডাহুক-ডাহুকী ডাকতো,
সুখেভরা দেশ সবাই দেখতেন
যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন।