করোনায় আক্রান্ত প্রিয় দাদাভাই,
তুমি আইসিইউতে শুয়ে আছো একা
সেখানে যেয়ে সম্ভব নয় তোমাকে দেখা
কিন্তু তোমার জন্য আমরা প্রার্থনা করছি সদা।
আজ মনে পরে সেই স্কুল জীবনের স্মৃতি
তুমি ছিলে আমার থেকে সিনিয়র
কিন্তু দেখিনি তোমার মাঝে অহংকার,
তুমি মিশতে, কথা বলতে, হাসতে।
আমি থাকতাম বরিশালে বর্ডিংয়ের হোষ্টেলে
তুমি থাকতে ব্যাপ্টিষ্ট পাড়ায় বাড়িতে
তুমি পাশ করার পরও মাঝে মাঝে হোষ্টেলে আসতে
তুমি বরিশাল শহরের ছেলে হলেও
নানান জেলার বোর্ডারদের কাছে
তোমাকে বরিশালের ছেলে বলে
মনেই হয়নি কখোনো
তুমি আঞ্চলিকতাহীন সর্বজন প্রিয়।
গল্প করতে, চুটকি বলতে মধুর ভাবে
তোমার চারিদিকে আমরা সবাই বসে
তোমার মুখপানে চেয়ে চেয়ে
তোমার কথা শুনতাম বিস্ময়ে
কি সুন্দর ভাবে সব উপস্থাপন করতে
এখনও তোমার সেই সদাহাস্য নিরঅহংকার মুখখানি মনে পরে।
তুমি করোনা নিয়ে হাসপাতালে আছো
এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছো
দেখতে যেতে পারছিনা তোমাকে
নিদারুণ কষ্ট বহন করতে হচ্ছে অন্তরে
কিন্তু তোমার জন্য বহু মানুষের
আশির্বাদ ও প্রার্থনা আছে
তাই তোমারতো আয়ু বেড়ে গেছে।
এখন জেগে উঠুক তোমার ভিতরের
অনেক ত্যেজ ও ত্যেজস
তোমাকে যে এ লড়াইয়ে জিততেই হবে
আমরা আবার হাসবো, কথা বলবো আড্ডা দেব তোমার সাথে।
গিলবার্ট নির্মল বাইন
লেখা: ১৫-০৪-২০২১
.