চোখ বন্ধ করে নিরব ধ্যানে বসেছিলাম
কোয়াইট টাইম, সাইলেন্ট রিট্রিট
করোনা দুর করার জন্য প্রার্থনা।
হঠাৎ দর্শন পেলাম
আমার কানে এলো- ঈশ্বরের কন্ঠস্বর।
আমি ঈশ্বর বলছি -
আমি আলফা এবং ওমিগা
আদি এবং অন্ত, প্রথম ও শেষ,
যাহার যেমন কর্ম
আমি তাহাকে তেমন ফল দেই।
তুমি আমাকে পৃথিবী থেকে
করোনা দুর করার জন্য বলছো!
যাহার যেমন কর্ম
আমি তাহাকে তেমন ফল দেই।
তুমি তো জানই
আমার প্রিয় সৃষ্টি প্রথম মানব মানবী
তোমাদের আদি-পিতামাতা আদম-হবাকে
এদন উদ্যান থেকে বের করে দিয়েছিলাম
তাদের অবাধ্যতার জন্য।
আমি নোহের সময়ে মহাজলপ্লাবনে
পৃথিবী ভাষিয়েছিলাম মানুষের দুষ্টতা ও ভ্রষ্টতার জন্য।
আমি গগন থেকে গন্ধক ও অগ্নি বর্ষাইয়া সদোম ও ঘমোরা নগরীকে বিনাশ করেছিলাম
নগরীর মানুষের কুকর্মের জন্য।
রাজাসহ সমস্ত জনতা চট পরে ভষ্মে বসে
অনুতাপসহ ক্রন্দন করেছিল বলে
নীনবীবাসির পাপ প্রযুক্ত শাস্তি থেকে
নীনবী নগরীকে আমিই রক্ষা করেছিলাম।
যোনাকে মাছের পেটে যেতে হয়েছিল
তার অবাধ্যতার জন্য,
আবার মাছের পেট থেকে বের করেছিলাম
তার অনুতাপীয় মন পরিবর্তনের জন্য।
এছাড়াও আমি আরোও অনেকবার
বাধ্য জাতিকে আশির্বাদ করেছি।
পাপের জন্য অবাধ্য জাতিকে শাস্তি দিয়েছি,
কেননা পাপের বেতন মৃত্যু।
কিন্তু তোমাদের পাপের জন্য
তোমরা অনুতাপসহ পাপ স্বীকার না করে
পরিবর্তিত না হয়ে
পৃথিবী থেকে করোনা দুর করার জন্য
প্রার্থনা করছো আমার কাছে!!
আমি ঈশ্বর বলছি -
আমি আলফা এবং ওমিগা,
আদি এবং অন্ত, প্রথম ও শেষ
যাহার যেমন কর্ম
আমি তাহাকে তেমন ফল দেই।
. ০৩-০৮-২০২০