গ্রহদোষে পৃথিবীতে এখন বিশ্বযুদ্ধ চলছে
তৃতীয় বিশ্বযুদ্ধ, কবে থামবে জানা নেই
করোনা-ভাইরাস হলো এই যুদ্ধের শত্রুপক্ষ
এবং সমগ্র মানব জাতি হলো মিত্রপক্ষ।
চলছে করোনার বিধ্বংসী আক্রমণ
মানুষ করছে বাঁচার চেষ্টা আমরণ
মারছে মিসাইল প্যান্ডেমিক প্রতিপক্ষ
মিসাইলের আঘাতে মরছে মিত্রপক্ষ।
এই গ্রহে এখন মানুষ আছে বিপদে
মানব সভ্যতা পরেছে আপদে
১৩ই এপ্রিল পর্যন্ত নিষ্ঠুর প্যান্ডেমিক করনা
সোয়া-লক্ষ মানুষকে গলা টিপে মেরে ফেলেছে
উনিশ লক্ষ মানুষকে হাসপাতালে বন্দী রেখেছে
প্রতিদিন দের-লক্ষ করে রোগী বাড়াচ্ছে
স্থান সংকুলানে হিমসিম হাসপাতালে।
মানবকুল এখন সন্ত্রস্ত গৃহবন্দী
পৃথিবী প্রায় লকডাউনে
সভ্যতা আইসোলেশনে
আমরা সবাই কোয়ারেনটাইনে।
সভ্যতার দুর্গতির নেই সীমানা
পর্যাপ্ত খাবার এখন মানুষ পায়না
ভয়ে আমি একদমই বাইরে যাইনা
ছাদ হলো আমার রাতের ঠিকানা।
আমি প্রায়ই ছাদে আসি
অন্য কেউ আসেনা বেশি
ছাদে আমার একটা বাগান আছে
তাই যখন তখন সেখানে এসে বসি ।
আজকাল রাতে আমার ঘুম আসেনা
এখন রাত সাড়ে-বারটা বাজে
আমি চলে আসি ছাদে
শান্ত পৃথিবী পিনপতন নীরব।
এখনে এখন তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে
করোনা মারছে এবং মানুষ মরছে
গ্রহদোষে এই গ্রহে বিপদ এখন
ঘোরের আবেশে রয়েছে ভুবন।
মেঘ নেই, কিছু তারা আছে আকাশে
নেই অন্ধকার নেই আলো এনিশিতে
যেন আলো-আধারের ঘোরের আবেশ
নীরব নিস্তব্দ নিশার ছাদে আমার অবকাশ।
.