২০১২ খ্রীষ্টাব্দ
প্রক্ষাপট বিদেশের একটি আন্তর্জাতিক সম্মেলন আঙ্গিনা,  
শেখ হাসিনাকে ঘিরে ধরেছে সাংবাদিকেরা,
সাংবাদিকদের প্রশ্ন,
শুনেছি বিশ্বব্যাংক টাকা দেবেনা,
পদ্মা সেতুর কি হবে, ম্যাডাম?
বঙ্গবন্ধু কন্যার সাবলীল সাহসী উত্তর ছিলো,
"দেয় দেবে, না দেয় না দেবে
আমি পদ্মাসেতু করবোই "।
২০২২ এর ২৫শে জুন তিনি
সবাইকে অবাক করে দিয়ে
বিশ্বের দ্বিতীয় খরশ্রোতা নদীর
উপর
পদ্মাসেতু উদ্বোধন করলেন।
এই হলো জননেত্রী শেখ হাসিনা।

যবনিকাপাত হলো শত্রুর আস্ফালন
অবসান হলো সমালোচনা ও কালিমার লম্ফন জম্ফন,
নিপাত হলো বিরোধীদের সব হেতু,
এখন স্বগৌরবে দাড়িয়ে হাসিনার পদ্ম সেতু।

তবে পদ্মাসেতু কিন্তু
শুধু ইট বালি রড সিমেন্টের নয়,
এটি একটি বিজয়ের প্রতীক
এ সেতু এখন অহংকার, আত্মমর্যাদা ও সক্ষমতার প্রতীক
এটি সমালোচনাকারী ও দুর্জনার মুখে
ছাই ও চুনকালি মাখার প্রতীক
অপবাদকারীদের লজ্জার প্রতীক,
এটি দেশের মানুষের উন্নয়নের প্রতীক,
এটি হলো একটি জবাব যে,
শেখ হাসিনা পারে।

আমি হাজার গ্রামের পথে প্রান্তরে
কত কত ঘুরলাম হেটে হেটে
ঘুরে ঘুরে জিজ্ঞেস করলাম কত মানুষকে,
সবাই বলেছিলো, হাসিনা হাসিনা হাসিনা,
আমাদের নেতা শুধু হাসিনা
আমরা আর কাউকে চিনিনা।

আমায় ওরা আরো বলেছিলো,
একশত কারণে আগামী একশত বছরে
হাসিনার মত দেশপ্রেমী নেতা দেশ আর পাবেনা,
যিনি বলেছিলেন
"দেয় দেবে, নাদেয় না দেবে
আমি পদ্মাসেতু করবোই ইনশাল্লাহ"।
২৫-০৬-২০২২

.