হে বন্ধু,
আমায় যদি তোমার অপছন্দ হয়
তবে তুমি বলে দাও, চলে যাই,
আমার ব্যবহারে যদি দুঃখ পাও
তবে অপবাদ দাও, যতো চাও।
ওগো বন্ধু,
যদি নিতে না পারো আপন করে
তবে আমায় কষ্ট দাও, হৃদয় ভরে,
আমি চীরকালের জন্য মুক্তি চাই
তুমি আমায় বিদায় দাও, চলে যাই।
হে বন্ধু,
আমার কাজে যদি ব্যথা পাও
যদি গো তোমার কলঙ্ক হয়,
তবে যত চাও, আমায় কষ্ট দাও
দাও কলঙ্কের দাগ, যতো চাও।
ওগো বন্ধু,
আমার কথায় যদি তোমার নিন্দা হয়
সে-কথায় যদি তোমার ক্ষতি হয়,
তবে সে নিন্দা আমায় ফিরিয়ে দাও
আমার ক্ষতি কর, যত চাও।
হে বন্ধু,
আমায় যদি তোমার অপছন্দ হয়
তবে আমায় মুক্তি দাও, চলে যাই,
আমি চীরকালের জন্য মুক্তি চাই
তুমি আমায় বিদায় দাও, চলে যাই।