এই সেই প্রকৃতি পল্লীর কায়া
চিনিয়া আমায় আছে চাহিয়া
মাটিয়ার বিল আমার আরেক প্রিয়া
একমনে দেখিতেছে অবাক হইয়া।
মৃদু মন্দ হাওয়ায় ঢেউ খেলিয়া
দুলিতেছে জল রহিয়া রহিয়া।
আমায় দেখে সুখের আবেশে
সাদা মেঘেরা খুশীতে হেসে
চলিছে এবার স্বপ্নের দেশে,
মন টেনে নেয় নীল গগনে
রূপালী আলোয় চোখ উছলে।
ছেলেবেলার স্মৃতি আর মায়া
এখন আমার প্রিয় নষ্টালজিয়া,
ওইতো বালিহাঁস আমার দিকে
পলকহীন ভাবে তাকিয়ে আছে ,
বকটি লুকিয়ে শাপলার ফাঁকে
দেখছে আমায় উঁকিঝূঁকি দিয়ে,
ওইখানে ধানক্ষেত হাওয়ায় দুলিছে
সোনালি ফসলের হাসি ঝলকে,
ইচ্ছে হয় আকাশে আমি উড়ে যাই
সাদা সাদা মেঘগুলি হাত দিয়ে ছুঁই,
গ্রামের গেহখানা পড়িছে মনে
ব্যথা আর কথা টানিছে পিছে
স্মৃতি গুলি সব চোখে ভাসিছে।
২৪-০৮-২০