ওয়াশিংশন থেকে রুথ পার্কার
আমাকে এই ইমেইলটি পাঠিয়েছে,
যার বাংলা তর্জমা হলো এইরূপ-

প্রিয় বন্ধু,
তুমিতো জান, ইতিহাস রিসার্চ
ও অন্যান্য  কাজে,
আমি প্রায় সাত বছর বাংলাদেশে ছিলাম ।
মাঝে মাঝে তোমাকেও সাথে পেয়েছিলাম,
আমি বংলাদেশকে ভাল বেসেছিলাম
সেই অভিজ্ঞতায় আজ তোমাকে এই চিঠি লিখছি -

বন্ধু, তোমরা অর্বাচীন জাতি নও
কিন্তু কি যেন এক সমস্যা আছে তোমাদের
তা আন্দোলন ও অভ্যুত্থান বিষয়ক।

সাধারন নির্বাচনে হওয়া উচিৎ  সরকার পরিবর্তন,
কিন্তু আন্দোলন অভ্যুত্থানে হচ্ছে
তোমাদের সরকার পরিবর্তন।
এটা যেন কেমন বিষয় !

তোমাদের সরকার ক্ষমতা ছাড়তে চায়না
তাই হয় আন্দোলন আর অভ্যুত্থান ।
তাই ধারাবাহিক উন্নতি হয়না
হয় মানুষের অমানবিক যন্ত্রনা।
ইতিহাস দেখো, খুঁজে পাবে পরাকাষ্ঠা ।

উনসত্তর সালে হয় গন-অভ্যুত্থান
একাত্তরে লক্ষ শহীদ ও লক্ষ মা-বোনের
ইজ্জত ও অবর্ননীয় ক্ষতির পরে
মুক্তিযুদ্ধে পাকিস্তানীদের হয় পতন,
বাংলাদেশ দেশ হয় স্বাধীন।

দেশের জন্য বঙ্গবন্ধু কত কিছু করলেন,
সুখের সময়টা কারাগারেই কাটিয়ে দিলেন ।
করলেন উন্নয়নের মহপরিকল্পনা
কিন্তু তা তোমাদের সহ্য হলোনা,
এলো অন্ধকারের আবেশ
পরিবারসহ তার হয়ে গেল শেষ ।

জিয়াউর রহমানের কাজ তোমাদের ভালো লাগেনি,
তোমরা চাও পরিবর্তন, হলো অভ্যুত্থান
তার জীবনের হলো অবসান।

জেনারেল এরশাদ দিলেন আশার আলো
এরশাদকেও তোমাদের লাগেনি ভালো,
গন-অভ্যুত্থানে গদি থেকে নামিয়ে
দিলে তাকে জেলে ঢুকিয়ে।

ভোটে জিতে বেগম খালেদা জিয়া এলেন
অভ্যুত্থানে তিনিও নেমে গেলেন
পরিশেষে তোমরা দিলে তাকে জেলে
এরূপ দৃষ্টান্ত কোন দেশে মেলে!

উন্নয়নে কত কিছু  দরকার
এলো শেখ হাসিনা সরকার,
তিনি দীর্ঘ সময় সরকার প্রধান
হলো উন্নয়ন, দৃশ্যমান ও অদৃশ্যমান ।
তাকেও ভালো লাগলোনা তোমাদের,
আন্দোলন ও গন-অভ্যুত্থান ঘটিয়ে
এক কাপড়ে দিলে তাকে হটিয়ে।

এখন আছে অন্তরবর্তী সরকার
করছে যাযা করা দরকার,
কিন্তু এখানেও অভ্যুত্থানের আলামত
যদিও চিহ্ন, কিছুটা ভিহ্ন ।

আবার হয়তো একদিন নির্বাচন হবে
আরেকটি নতুন সরকার আসবে
দীর্ঘ সময় শাসন করবে,
তারা করবে দেশের উন্নতি,
এক সময় হয়ে যাবে স্বৈরাচারী ।
অন্যায় পথে চাইবে ক্ষমতা ধরে রাখতে,
কিন্তু সেই সময় মানুষ চাইবেনা তাকে।

শেষে তোমরা আন্দোলন অভ্যুত্থানের মাধ্যমে
তার পতন ঘটিয়েই ছাড়বে,
কারণ তারা পরিনত পূর্ন স্বৈরাচারে ।

তোমরা একটু অগ্রসর হও
আবার পিছনে ফিরে যাও,
এযেন বারবার শূন্য থেকে এগিয়ে
আবার শূন্যে ফিরে আসা ।

ধারাবাহিক উন্নতি তোমাদের ভালো লাগেনা,
তাই তোমাদের দেশে হয় অভ্যুত্থান।
আর এতে পিছিয়ে যায় উন্নয়ন।

অভ্যুত্থান আসে, আর যায়
আবার অভ্যুত্থান হয়,
অভ্যুত্থানের পর অভ্যুত্থান
বন্ধু তোমাদের জাতিতো অর্বাচীন নয়
তবে বার বার কেন এমন হয় ।
.