আজ পহেলা ফাল্গুন, মনে আগুন
এখন আমার বয়স কত হলো ?
আমার জীবন থেকে এটা নিয়ে
কতগুলো ফাল্গুন চলে গেলো ?
জানা নেই বয়স আমার, হিসেব করিনি
কারণ আমার বয়স-তো বাড়েনি,
আমি এখনো তরুণ, আমি পহেলা ফাল্গুন
এটাই আমি মনে করি সারাক্ষণ ।
বড়দিদি বলে- ভাই- সত্তুর পেরিয়েছিস তুই
বৌদি বলে- বেশি হয়নি এখনো ঠাকুরপো
চুলে একটু কলপ লাগাও, ঠিক হয়ে যাবে
তুমি এখনও তরুন, তুমি পহেলা ফাল্গুন।
ঠিকই-তো, কি এমন বয়স হয়েছে আমার
আমিতো এখনও ফাল্গুন, মনে গুন গুন
ফাগুনের আগুন, আমি এখনো তরুণ
কি এমন বয়স হয়েছে আমার।
বয়স-তো মাত্র সত্তুর, মনেতে তরুণ
আমি যতদিন বাঁচবো, তরুন হয়েই বাঁচবো
আমি চির-বসন্ত, চির-ফাল্গুন
আমি তরুন, আমি পহেলা ফাল্গুন।