আমি তখন গোয়ালখালী স্কুলের শিক্ষক
মুক্তিযুদ্ধের টগবগে রক্তের শ্রোত
তখনও আমার শিরা থেকে একেবারে থেমে যায়নি
যুদ্ধবিদ্ধস্ত দেশের উন্নতির আশায়
দিন গুনছিলাম আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে।
১৯৭৫ সালের ১৫ই আগস্ট সকাল -
আমার নিজস্ব রেডিও ছিলনা,
অন্যের মুখে শুনলাম-
বঙ্গবন্ধুকে হত্যা করেছে লুকিয়ে থাকা বিরোধীরা।
কিন্ত সে খবর আমি তখন বিশ্বাস করিনি
সত্যি বলছি, একেবারেই বিশ্বাস করনি
ভেবেছিলাম এটা গুজব।
পাকিস্তানী শাসকের কবর থেকে ফিরে আসা
অগ্নি পুরুষ বঙ্গ বন্ধুকে
কেউ হত্যা করতে পারে! পারেনা।
তারপর দিনের পর দিন কেটে যায়
তবুও বিশ্বাস হতো না,
অপেক্ষা, খবরটা মিথ্যা হোক।
দিনে দিনে সে বিশ্বাস শীর্ণ হতে থাকে
শেষে একদিন সে বিশ্বাস মরেও যায়,
শীর্ণ দেহে দুর্বল মনে বিশ্বাস করতেই হয়
বঙ্গবন্ধু নেই,
তাঁকে বিপথগামীরা হত্যা করে
শুইয়ে দিয়েছিল মধুমতীর কাছে
সবুজ শ্যামল টুঙ্গিপাড়া গ্রামে
বাবার পাশে
১৯৭৫ সালের ১৫ই আগস্টে।
----১৫-০৮-২০২০