মৃত্যু দেখেছো?
চিনেছ কি তার নাম?
শুধু অন্ধকারেই হয় না'কি দেখা?
কালো তার ঘাম?
রক্তচক্ষু, শকুনি চাহনি জমাট
ঘাতকের বুলেট আর রক্তাক্ত বেয়োনেট,
সেই মৃত্যুরই ফেনিল বুড়ো ভাম।
তারই মুখে লাথি মেরে
আজন্ম জন্মায় লাল সবুজ
গৌরবের, অমূল্য দাম।
তবে জেনে রেখো নির্ভুল
একথা নির্মল নির্মম ,
সূর্যের মৃত্যুতে আত্মারও মৃত্যু হয়,
এ এক অমঘ্য নিয়ম ।
তাই সাবধান, রাক্ষসী
অতি সাবধানে,
বিবেকহীনতার ক্ষয়রোগে
ধেয়ে আসছে মৃত্যু তোমার
একান্তে,খুব গোপনে।।