বেহিসেবি জীবন সময় হয়েছে গত
ক্লান্ত পথিক এক
পার হয়েছে পৃথিবীর বলয়
কত আর পারি বল?
তবুও তোমার চর্চা চলছে।
তোমায় নিজের করব বলে
সেই শুরু থেকে ধরেছি বাজি
গতির সাথে, হেরেছে বিদূত
চারপাশ হয়েছে ফেনিল হেম্লকে।
হিসেবের হিসেব কতই ভয়ংকর।
তবু তুমিই সত্য
হে মনের দিবাকরি।
হে সময়।