অনেক গুলো যদি'র পরও
যদি একবার বলতে, শুধু একবার
বলতে, তোমার চাওয়াতে ভুল নেই,
তবে যদি'রা মুছে যেত সবটুকু অন্ধকার নিয়ে।
যদি ছড়িয়ে দিতে
তোমার প্রভাতআলো
সুপ্রভা তুমি, সেই অবাক চাহুনিতে,
যদি ভিজিয়ে দিতে আচমকা।
যদি শীউলি ছড়ানো পেতাম
আমারই চোকাঠে
ঠিক আগেরই মত।
যদি কুয়াশার সকালে
হঠাতই আবার দেখা হয়ে যেত। চাহুনিতে
বলে দিতে সব ভাষা।
যদি বিকেলের সোনা রোদ
ছুয়ে দিত তোমায় আমার হয়ে।
যদি কল্প হতে,যদি গল্প হতে
যদি নদী হতে,যদি বান হতে
যদি অল্প একটু আমার হতে।
কত কিছুই ত "যদি" হয়ে যায়
অথবা, হয়ে যেত "যদি"।
যদি
বন্ধু আমার, তুমি ভাল থেকো,
যদি
উত্তরে বলতে "ভাল রেখো"।