তোমার কবিতাগুলো বুকে করে রাখা ছিল
আমি যে ভেবেছি সব আমাকেই লেখা
আজ তবে বোঝা গেল আর কেউ মনে ছিল
আমি মাঝখানে এক বোকা সীমারেখা।
তোমার চিত্রগুলো যত্নে বাঁধাই হতো
আমি যে দেখেছি সবে আমাকেই আ৺কা
জানালার কাছে গিয়ে আজ দেখি মিলিয়ে
মুখের আদলটিকে রেখে গেছ ফা৺কা।
আর তবে আগলিয়ে কি হবে আমার প্রিয়ে
পাহারাদারির কাজ আমি পারব না;
কবিতার খাতা যাক বাতাসের মুখে উড়ে
জলরঙ ধুয়ে দিক বৃষ্টির ধারা।