গ্রামের মেঠো পথ পেরিয়ে
চাষজমির আল ধরে ধরে
নদীর চরে ভেসে বেড়ানো কুয়াসার আড়ালে
হারিয়ে গেলে তুমি----
আমার কোজাগরী;
অন্ধকার তখন নিয়েছে বিদায়
ফুটফুটে ঢলানি জ্যোৎস্নায়
বেজেছিল শঙ্খ-ধ্বনি;
দোরে দোরে আলতা পায়ের ছাপ
ঘরে ঘরে ভোগের ম্-ম্ সুবাস
মেয়েলি মন্ত্রপাঠে
মিশেছিলে পুরাতনী;
আমি হাত বাড়িয়ে ধরতে চেয়েছি
বহুযুগের এ পার থেকে
আর তুমি তখনি
মিশে গেলে ঝোপেঝাড়ে
রসিয়া জোনাকি।