শ্রাবণের রাত কত কালো হতে পারে
কত বেশি কালো হবে অমানিশা রাত
তার চেয়ে শতগুনে আরও আরও কালো
কুচবরণ কন্যের ঢলা কেশভার।
যে কালোর দিকদিশা কোন কিছু নেই
লেখাজোকা নেই কোন তুলনার ভার
যে কালোর রূপে আমি ডুব দিয়ে মরি
অতল কুহকি ডাকে টানে খোলা খাদ,
বিধায়ক ওই কালো নিয়তি আমার
রাহুপাশে টেনে নিলো যা ছিল সবার
কালোর নেশায় বুঁদ হয়ে পড়ে আছি
অযুত চাঁদের রাত ভেসে চলে যায়----
তবুও কখনো যদি জেগে ওঠে ভয়
মায়াবী কালোর নিচে গভীর আড়াল
যদি থাকে ওত পেতে কোন ব্ল্যাকহোল
সমূলে আমাকে টেনে নেবে অজানায়।