দুপুর কাঁপিয়ে বৃষ্টি নেমেছে দিগন্তে
আমি একা একা দাঁড়িয়ে রয়েছি সীমান্তে
বাধা পড়ে গেছি কাঁটাতার ঘেরা গণ্ডিতে
তুমি কি আমায় নিয়ে যাবে প্রিয় হাত ধরে?
আমি চেয়েছি মুক্তাঞ্চল বিস্তারে
ভালবাসাবাসি ছেয়ে যাবে সব অন্তরে,
উজাড় পিরীতে হাতে হাত ধরে, মুখরিত
মানুষের দল এগোবে সামনে অবারিত,
কিন্তু থমকে দেখছি অপার বেড়াজাল
বাংলা পেরিয়ে তুর্কী ইরাক ইজরায়েল
আরও দূর দেশ উগান্ডা থেকে বুরুন্ডি
জানান দিয়েছে শান্তি মিছিলে আপত্তি।