ভাল থেকো
আর পৃথিবীকে রোজ সকালে বোলো
আমরা ভাল আছি।
আমাদের অনেক আদর অনাদর
হয়ে গেলেও আমরা ভাল আছি।
আমাদের আজন্ম উদ্ভিদ
তার নরম পাতা খয়েরী বিবর্ণ হয়ে গেলেও
আমরা ভাল আছি।
আসলে এসব হালকা শীতের প্রকোপ
চার মাস হয়ে গেল
মধুকর আসে না
ফুল নেই সেই অভিমানে
আরে বাবা হবে, ফুল হবে
তার বার্তা, তার খবর তো নিতে হবে।
আর আসলেই বা কি হোতো?
এমন ভোঁ ভোঁ করত
আমার তো ভয়ই করে।
শেষ মেশ যদি দ্যাখো
শিকড়েও জঙ ধরেছে
নিমড়ে নিও মাটি থেকে
যত আপদ জঞ্জাল।
ভাল থেকো।
পৃথিবীকে বোলো ভাল আছি
যেভাবে উদ্ভিদ বাড়ে প্রতি বর্ষায়
চোখ নেই বলে যাকে তুমি
আগাছা বল
তেমনই তেজে জন্মেছি
আবার জন্ম নেব
তোমারই প্রেমে পুষ্ট হব
নষ্ট হব
বিনষ্ট হব না
কোনোদিন তোমাকেও জয় করে নেব।
২৫/০৯/২০১৬