যেভাবে পৃথিবী ছিটকে যায় অন্য এক পৃথিবীর দিকে
সেভাবে স্বরশব্দ সব প্রস্তুত হয় বাসনার নক্ষত্র অভিযানে
এসব প্রলয় ঋতুতে
আমি তোমায় প্রেম দিয়েছি না মহাজীবন প্রবাহ
একথা জিজ্ঞাসা কোরো নিম বৃক্ষের পীঠে
নৈর্ঋত কোণে মিঠে তোমার ভরাট অভিমান
আবারও বর্ষাবে কাল
মহাকাল গোপনে দর্শন করে
আমাদের জন্মদানি
আমাদের লজ্জা
কম্পমান সুগভীর রাণী অস্থির দীর্ঘ রাজা
নিম বৃক্ষের পীঠে বীজ বোনে অশান্ত আত্মারা
ক্যাপিটাল ফ্যাল ফ্যাল চেয়ে দেখে
ডিম ফুটে কারা স্থির পায়
১৭ – ৪২ – ৭১
পৃথিবীর দৈর্ঘ্য, প্রস্থ, বেধ সুনিশ্চিত মেপে যায় ।
১১/০৭/২০১৫