দিনের পরে রাত্রি নেমে এলে
অন্ধ চাঁদের আঁধার ছায়া রাত
রাতের নীচে গভীর সুনিবিড়
অন্ধকারের কাজল কারাগার
যেদিকে চাই সামনে ধু ধু মাঠ
মাটি শুধু ঘাস নেই তার বুকে
মাটির নীচে, নীচে অনেক নীচে
উপোসি এক যক্ষ জেগে আছে
ঘোমটা মাথায় অন্নহীনা মা
আঁতুড় কাঁথা বোনে স্মৃতির সুচে
কবে কোথায় হারিয়ে গেছে
রূপকথা সে দিন
কেন্দ্র থেকে আসত উঠে বেগে
ভূমিজ সব ধোঁয়া লবণ ধাতু
ছড়িয়ে যেত শহর থেকে গ্রামে
রক্ত সেদিন ঘাসের শিরায়
প্রাণের জলসা লিখে
হারিয়ে দিত সব পিছুটান
সব পিছুপান চাওয়া
আজকে শুধু পোড়া মাতাল ক্ষেতে
অন্নহীনা পাতাল খুঁড়ে যাওয়া
কোদাল মেরে মাঠের থেকে শেখা
কোন কোপেতে উঠবে কত মাটি
চারপাশেতে যা কিছু সব ঘটে
কোনটা আসল, কোনটা ঝুটা মেকি
বন্ধু তুমি হতাশ হয়ে হাসো
হতাশা তো আশার অভিমান
আকাশ কালোর থেকে আরো
গহীন কালো দূরে
শূন্যে ভেসে আসছে তারার স্বপ্ন আলো গান
জ্বলছে নিভছে হারিয়ে যাচ্ছে মেঘের আঁচল পাড়ে
অন্ধকারে অন্ধকারে বন্ধ কারাগারে
কোথায় আকাশ কোথায় বাতাস ঝড়ের মত ছোটে
কোথায় রাত্রি দিনের শেষে জুঁইয়ের মত ফোটে
অন্বেষণে অন্বেষণে কাটছে সারা বেলা
আকাশ জুড়ে জাগবে কবে
লক্ষ তারার ভেলা ।