আজ রাত্রে
আমার কোনো আলোচনা নেই
কোনো বিদ্রূপ নেই সহযাত্রী আজ
আমি একা ও ঈশ্বর
এই স্থানে একাকী রাত্রিযাপন করতে পারি
সহসা সংকেত আমাকে বাস্তুচ্যুত করতে পারেনা
কেননা তাদের সমবেত বিদ্রূপ –-
-– তার মাপকাঠি অঞ্চল বা parameterized zone
আমি সম্ভবতঃ বহু কষ্টে
আজ শালা পারই করে দিলাম
আমাকে কি এখন মানুষ বলবে না বল্মীক?
হে নিরন্ন নিরহঙ্কারী উদ্ভিদ
তুমি বল, তুমি তো অসহ সহ্যের আপাত সীমান্ত
আমার বিনীত দৃষ্টিপাতের শেষ সংকেত
নেই কেন কিছু নেই কেন
এ প্রশ্ন আর কোরো না
কোনো বিদ্রূপ নেই সহযাত্রী আজ
বল, তোমার আমার আর কোনো আলোচনা নেই
আছে সময় –- গোটা রাত্তির -– সামনে কালো পাহাড়
তোমার পদষ্পুটে সমাহিত রত্নাকর
সে তার রামায়ণ বলুক
আমাদের আজও
এমনই তন্ময় কয়েকটা রাত্রি বিশ্রাম করা চলে।